মঙ্গলবার ০৭ জানুয়ারি ২০২৫, পৌষ ২৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ডাকসু নির্বাচনের জন্য কমিটি গঠন

শিক্ষা ডেস্ক

প্রকাশিত: ১৫:০৬, ৪ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৫:০৭, ৪ জানুয়ারি ২০২৫

ডাকসু নির্বাচনের জন্য কমিটি গঠন

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান।

শনিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ড. নিয়াজ আহমেদ খান বলেন, “ডাকসু আমাদের অঙ্গীকার, এবং আমরা সিস্টেমেটিকভাবে কাজ করছি। এজন্য ডাকসুর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি সব অংশীজনের সঙ্গে আলোচনা করে সুপারিশ জমা দেবে, এবং সেই সুপারিশের ভিত্তিতে উৎসবমুখর ডাকসু নির্বাচন আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।“

এ বছর চারুকলা ইউনিটে ১৩০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৬ হাজার ৯৩ শিক্ষার্থী। প্রতিটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন। ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অংকন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ১০০ নম্বর হবে ভর্তি পরীক্ষার, এবং ২০ নম্বর থাকবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফলাফলের ওপর।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়