রোববার ০৫ জানুয়ারি ২০২৫, পৌষ ২২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

২২ দিন বন্ধ থাকবে দেশের সব কোচিং সেন্টার

শিক্ষা ডেস্ক

প্রকাশিত: ১৮:২২, ১ জানুয়ারি ২০২৫

২২ দিন বন্ধ থাকবে দেশের সব কোচিং সেন্টার

ছবি সংগৃহীত

দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ২০২৪২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা।

মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বুধবার ( জানুয়ারি) থেকে ২২ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ থাকবে।

ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ২০২৪২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ১৯টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে পরীক্ষা। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বুধবার অর্থাৎ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিচালিত সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা এই সিদ্ধান্ত অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়