রোববার ২৪ নভেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ৯ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ

শিক্ষা ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৫, ২৯ অক্টোবর ২০২৪

গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ

ছবি সংগৃহীত

গণঅভ্যুত্থানে আহত মাধ্যমিক পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের (সব সরকারি- বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, আহত শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে চিকিৎসা ব্যবস্থাপত্রসহ বিষয়ে আবেদন করবেন। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ অবিলম্বে আবেদন যাচাই করে শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফের ব্যবস্থা গ্রহণ করবেন।

মানবতাবিরোধী অপরাধ: এনএসআইয়ের সাবেক ডিজির জামিনমানবতাবিরোধী অপরাধ: এনএসআইয়ের সাবেক ডিজির জামিন

দুদক চেয়ারম্যান কমিশনারদের পদত্যাগদুদক চেয়ারম্যান কমিশনারদের পদত্যাগ

এতে আরও বলা হয়, আহত শিক্ষার্থীর শিক্ষা জীবনের বর্তমান পর্যায় হতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বেতন-টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত কার্যকর থাকবে। সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়