শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, কার্তিক ৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ফল প্রকাশ

শিক্ষা ডেস্ক

প্রকাশিত: ১৪:০৮, ৯ অক্টোবর ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ফল প্রকাশ

ছবি সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ খ্রিষ্টাব্দের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার ( অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাডেমিক কাউন্সিল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ খ্রিষ্টাব্দের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার চূড়ান্ত ফল অক্টোবর দুপুর ১২টায় প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় সারা দেশে ৩৩৯ টি কেন্দ্রের ৮৮০ টি কলেজের ৩১ টি অনার্স বিষয়ে মোট লাখ ৪৪ হাজার ৮০ জন নিয়মিত, অনিয়মিত মানোন্নয়ন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। গড় উত্তীর্ণের হার ৯৪ দশমিক ৯০ শতাংশ। ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (BA & BSS Result: http://results.nu.ac.bd/ এবং B.Sc, BBA & B.Music Result: https://results.nubd.info/) পাওয়া যাবে।

প্রকাশিত ফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

উল্লেখ্য, প্রকাশিত ফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন আপত্তি থাকলে ফল প্রকাশের মাসের মধ্যে তা নিম্নস্বাক্ষরকারী বরাবর লিখিতভাবে জানাতে হবে। নির্ধারিত সময়ের পর কোন প্রকার আপত্তি-অভিযোগ গ্রহণ করা হবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়