বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত আজ

শিক্ষা ডেস্ক

প্রকাশিত: ১০:৪৮, ২৯ জুলাই ২০২৪

প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত আজ

ছবি: ইন্টারনেট

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায়  দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো কবে খুলবে সে বিষয়ে আজ সোমবার (২৯ জুলাই) সিদ্ধান্ত হবে বলে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এর আগে চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছিল। নিয়ে রোববার (২৮ জুলাই) বৈঠক হওয়ার কথা জানিয়েছিলেন প্রাথমিক গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। তবে সে বৈঠক শেষ পর্যন্ত হয়নি

আজ সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে প্রাথমিক বিদ্যালয় কবে খোলা হবে, তা নিয়ে শিক্ষামন্ত্রীসহ আলোচনা হবে।গত রোববার (২৮ জুলাই) প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যকে তথ্য জানান।

তিনি আরও বলেন, মন্ত্রিসভার বৈঠক শেষে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হবে। সেখানে কোনো সিদ্ধান্ত হলে জানানো হবে।

তিনি বলেন, আজ মন্ত্রিসভার বৈঠক আছে। বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়েও আলোচনা হতে পারে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়