শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, কার্তিক ৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে

শিক্ষা ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৪, ২ জুলাই ২০২৪

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে

ছবি: ইন্টারনেট

সর্বজনীন পেনশনপ্রত্যয়স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি দ্বিতীয় দিনেও চলমান রয়েছে।

শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতির জন্য কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা।

ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে, গতকাল ওই সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ ছিল। দু-একটিতে নির্ধারিত পরীক্ষা হয়েছে। তবে আজ মঙ্গলবার থেকে তা- বন্ধ থাকবে।

অর্থ মন্ত্রণালয় গেল ১৩ই মার্চেপ্রত্যয়কর্মসূচির প্রজ্ঞাপন জারির পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করে আসছিলেন। শিক্ষকদের দাবি এই পেনশন স্কিম বৈষম্যমূলক। তাদের সাথে কোন আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন পেনশন স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, শিক্ষকদের সুপার গ্রেড প্রদান স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নেরও দাবি জানান তারা।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কর্মসূচি পালন করছে। এতে যোগ দিয়েছেন দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়