
ছবি সংগৃহীত
আগামী ৬ আগস্টই ২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা শুরু হবে। মঙ্গলবার (৩১ মে) কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে ৬ জুন সকাল ১০টা থেকে এবং শেষ হবে ১৯ জুন বিকাল ৫টায়।
গুচ্ছভুক্ত তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পূর্বের সময় অনুযায়ী আগামীই ৬ আগস্টই অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইট https://www.admissionckruet.ac.bd/ এই লিংকে আবেদন করা যাবে। আগামী ৪ জুলাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।