বুধবার ১৯ মার্চ ২০২৫, চৈত্র ৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, দেড় লাখ ছাড়ালো ভরি

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, দেড় লাখ ছাড়ালো ভরি

ছবি সংগৃহীত

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দাম নির্ধারণ করার পর প্রথম এক ভরি সোনার দাম দেড় লাখ টাকা ছাড়াল। দেশের ইতিহাসে যা এখন পর্যন্ত সর্বোচ্চ দাম।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাজুস মূল্য নির্ধারণ মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দাম বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন মূল্য অনুযায়ী সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হাজার ৪৭০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে লাখ ৫১ হাজার ২৮২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম হাজার ৩৯৯ টাকা বাড়িয়ে লাখ ৪৪ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম হাজার ১৯০ টাকা বাড়িয়ে লাখ ২৩ হাজার ৭৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম হাজার ১৫ টাকা বাড়িয়ে লাখ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, সোনার নতুন দাম মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

প্রসঙ্গত, এই নিয়ে চলতি ফেব্রুয়ারি মাসের ১৭ দিনেই চতুর্থবারের মতো সোনার দাম বাড়ানো হয়েছে। এর আগে, গত , ১১ ফেব্রুয়ারি সোনার দাম বাড়ানো হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়