বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ভারত থেকে প্রায় ১২০০ কোটি টাকার ডিজেল কিনছে বাংলাদেশ

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১২:২১, ১৪ জানুয়ারি ২০২৫

ভারত থেকে প্রায় ১২০০ কোটি টাকার ডিজেল কিনছে বাংলাদেশ

ছবি সংগৃহীত

ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এতে খরচ হবে হাজার ১৩৭ কোটি টাকা।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, রোববার (১২ জানুয়ারি) বিপিসির পরিচালনা পর্ষদের ১০০০তম সভায় আমদানির এই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই ডিজেল আমদানি করা হবে।

বিপিসি সূত্র জানিয়েছে, এই বছর পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা . মিলিয়ন মেট্রিক টন। এর মধ্যে . মিলিয়ন টন ডিজেল যার ৮০% সরাসরি আমদানি করা হয়। বাকি অংশ স্থানীয় রিফাইনারি থেকে পাওয়া যায়। বিপিসি নিয়মিতভাবে এনআরএল থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে।

এর আগে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারত থেকে ৫০,০০০ টন বাসমতি নন-সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়