রোববার ০৫ জানুয়ারি ২০২৫, পৌষ ২২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ডিজেল-কেরোসিনের দাম লিটারে কমল ১ টাকা

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৫:৪২, ২ জানুয়ারি ২০২৫

ডিজেল-কেরোসিনের দাম লিটারে কমল ১ টাকা

ছবি সংগৃহীত

জানুয়ারি মাসের জন্য দেশের বাজারে ডিজেল কেরোসিনের দাম লিটারপ্রতি টাকা কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করেছে জ্বালানি মন্ত্রণালয়। তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল অকটেনের দাম।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ থেকে বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে জানুয়ারি ২০২৫ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

ডিজেলের দাম প্রতি লিটার ১০৫ টাকা থেকে টাকা কমিয়ে ১০৪ টাকা কেরোসিন ১০৫ টাকা থেকে টাকা কমিয়ে ১০৪ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।

তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল অকটেনের দাম। অকটেন ১২৫ টাকা পেট্রোল বিক্রি হবে ১২১ টাকায়।

উল্লেখ্য, নতুনএ দাম আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়