রোববার ০৫ জানুয়ারি ২০২৫, পৌষ ২১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এল ডিসেম্বরে

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১২:১৬, ২ জানুয়ারি ২০২৫

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এল ডিসেম্বরে

ছবি সংগৃহীত

সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে .৬৪ বিলিয়ন ডলার বা ২৬৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ৩১ হাজার ৬৬৮ কোটি টাকা। দেশের ইতিহাসে যা সর্বোচ্চ।

বুধবার ( জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ডিসেম্বর মাসে দেশে এসেছে .৬৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। যা ২০২৩ সালের ডিসেম্বরের চেয়ে ৬৪ কোটি ৮০ লাখ ডলার বেশি

ডিসেম্বরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭২ কোটি ২০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ২৭ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭৯ কোটি ৮৬ লাখ ৫০ হাজার ডলার বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৪ লাখ ডলার রেমিট্যান্স।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, ডিসেম্বর ২৯ থেকে ৩১ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২১ কোটি ৮২ লাখ ২০ হাজার ডলার। ২২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ৪১ কোটি ৩৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স আর ডিসেম্বর ১৫ থেকে ২১ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৬২ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ডলার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়