ছবি সংগৃহীত
রাজধানীর বিভিন্ন বাজারে গতকাল পুরনো আলু বিক্রি হয়েছে কেজিপ্রতি ৭৫ টাকার বেশি দামে। আর দেশী জাতের নতুন আলুর দাম আরো বেশি। প্রতি বছরই নভেম্বরে বাজারে নতুন আলু আসার ও ঠিক এর
রাজধানীর বিভিন্ন বাজারে গতকাল পুরনো আলু বিক্রি হয়েছে কেজিপ্রতি ৭৫ টাকার বেশি দামে। আর দেশী জাতের নতুন আলুর দাম আরো বেশি। প্রতি বছরই নভেম্বরে বাজারে নতুন আলু আসার ও ঠিক এর আগমুহূর্তে কৃষিপণ্যটির দাম কিছুটা বাড়তে দেখা যায়। তবে পাঁচ বছরের মধ্যে এবারই প্রথম পুরনো আলুর দাম কেজিতে ৭৫ টাকা ছাড়িয়েছে। এক বছর আগে ২০২৩ সালের ২৩ নভেম্বর বাজারে আলুর কেজিপ্রতি মূল্য ছিল ৫০ টাকার মধ্যে।
দাম বাড়তি থাকলেও কৃষি মন্ত্রণালয় বলছে, দেশে চাহিদার তুলনায় আলুর উৎপাদন অনেক বেশি। তথ্যটি অতিরঞ্জিত উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, বাজারে এখন আলুর সরবরাহ সংকট রয়েছে। আবার হিমাগার পর্যায়েও দাম বাড়ানো হয়েছে। এর পাশাপাশি বাজারে বিভিন্ন সবজি ও ডিমের দামে অস্থিতিশীলতাও আলুর দামে প্রভাব ফেলেছে। তবে দেশী ও আমদানীকৃত আলুর দাম কোনো অবস্থায়ই ৩৫-৪০ টাকার বেশি হওয়ায় কথা না। বাজারের বর্তমান পরিস্থিতির পেছনে এখন ব্যবসায়ী ও হিমাগার মালিকদের কারসাজিকেও দায়ী করছেন অনেকে।