বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ডিমের নতুন দাম নির্ধারণ, আজ থেকে কার্যকর

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১০:১৭, ১৬ অক্টোবর ২০২৪

ডিমের নতুন দাম নির্ধারণ, আজ থেকে কার্যকর

ছবি সংগৃহীত

উৎপাদক, পাইকারি খুচরা পর্যায়ে মুরগির ডিমের নতুন মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। বুধবার (১৬ অক্টোবর) থেকে সারাদেশে এই নতুন দাম কার্যকর হবে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ডিম উৎপাদক সরবরাহকারীদের সঙ্গে বৈঠক শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান তথ্য জানান।

মহাপরিচালক জানান, নতুন দাম নির্ধারণের মাধ্যমে বাজার স্থিতিশীল রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার থেকে উৎপাদক পর্যায়ে প্রতি পিস ডিমের দাম ১০ টাকা ৯১ পয়সা, পাইকারিতে ১১ টাকা পয়সা এবং খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে ভোক্তাদের প্রতি ডজন ডিম কিনতে খরচ হবে ১৪২ টাকা ৪৪ পয়সা।

তিনি আরো জানান, সরকার নির্ধারিত দাম বাস্তবায়নের লক্ষ্যে বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নির্ধারিত মূল্যে ডিম বিক্রিতে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়