মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

স্ত্রীসহ সাকিব আল হাসানের ব্যাংক হিসাব তলব

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৬:৫২, ২ অক্টোবর ২০২৪

স্ত্রীসহ সাকিব আল হাসানের ব্যাংক হিসাব তলব

সাকিব আল হাসান ও তার স্ত্রী সাকিব উম্মে শিশির

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)

বুধবার ( অক্টোবর) বিএফআইইউ দেশের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কাছে সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। বিএফআইইউ সূত্রে তথ্য জানা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, পাঁচ কার্যদিবসের মধ্যে ব্যাংক ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম, কোম্পানি বা সংগঠনের নামে থাকা সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট (এফডিআর) ডিপোজিট প্লাস স্কিম (ডিপিএস) হিসাবের তথ্য পাঠাতে হবে।

সাকিব আল হাসানের ব্যবসায় হাতেখড়ি রেস্টুরেন্টের মাধ্যমে। এরপর ধীরে ধীরে পুঁজিবাজার, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া কুঁচের খামারসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেন। সবশেষ যুক্ত হন ফুটওয়্যার কমার্স ব্যবসায়। মোনার্ক মার্ট সাকিব আল হাসানের কমার্স প্রতিষ্ঠান।

এর আগে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ২৪ সেপ্টেম্বর সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করে।

সাকিব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে মাগুরা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়