বুধবার ২৩ অক্টোবর ২০২৪, কার্তিক ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

শেয়ারবাজার কারসাজিতে এবার সাকিবকে বিরাট অঙ্কের জরিমানা

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৭:২৬, ২৪ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৭:২৬, ২৪ সেপ্টেম্বর ২০২৪

শেয়ারবাজার কারসাজিতে এবার সাকিবকে বিরাট অঙ্কের জরিমানা

ছবি সংগৃহীত

হত্যা মামলার পর এবার শেয়ারবাজার কারসাজিতে ৫০ লাখ টাকা জরিমানা করা হলো ক্রিকেটার সাকিব আল হাসানকে।শেয়ারবাজারের তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় জাতীয় দলের  ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা এবং সরকারি কর্মকর্তা আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বর্তমানে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য সেদেশেই অবস্থান করছেন সাকিব। ব্যাট এবং বল হাতে সময়টা যাচ্ছিল না ভালো। এরইমধ্যে এলো এই খবর।

এছাড়া, সাকিব ও হিরুর মালিকানাধীন প্রতিষ্ঠান মোনার্ক মার্টকে ১ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, আবুল কালাম মাতবরকে ১০ লাখ, লাভা ইলেক্ট্রোড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ এবং জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসি ৯২৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএসইসি।

বিএসইসি জানিয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির দায়ে এই ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট এক কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়