বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, আশ্বিন ৪ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আশুলিয়ার ২১৯টি কারখানায় উৎপাদন বন্ধ

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৯, ১২ সেপ্টেম্বর ২০২৪

আশুলিয়ার ২১৯টি কারখানায় উৎপাদন বন্ধ

ছবি সংগৃহীত

আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে আজও ২১৯টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এরমধ্যে ৮৬টি কারখানা শ্রম আইনের ১৩ () ধারা মোতাবেক বন্ধ দিয়েছে কর্তৃপক্ষ। ছাড়া বাকি ১৩৩টি কারখানায় দেয়া হয়েছে সাধারণ ছুটি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে এখন পর্যন্ত শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকার কারখানাগুলোতে খোঁজ নিয়ে এই তথ্য জানা যায়। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের সড়ক অবরোধ বা বিক্ষোভের খবর পাওয়া যায়নি।

শিল্প পুলিশ জানায়, আজ শিল্পাঞ্চলের কোথাও কোন সড়ক অবরোধসহ কারখানায় হামলা বা ভাংচুরের ঘটনা ঘটেনি। তবে অভ্যন্তরীণ শ্রমিক অসন্তোষের কারণে বেশকিছু কারখানার শ্রমিকরা কাজে যোগ দেয়নি। শিল্পাঞ্চলে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া শিল্পাঞ্চলে যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়