বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, পৌষ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৭:৪২, ১১ আগস্ট ২০২৪

বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ

ছবি সংগৃহীত

পদত্যাগ করলেন শেয়ারবাজার নিয়ন্ত্রকসংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর শনিবার তিনি ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

গত ৫ই আগস্ট প্রবল গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন সংস্থায় গত সরকারের নিয়োগপ্রাপ্ত নানা অনিয়মে যুক্ত সরকারি কর্মকর্তাদের অপসারণের দাবি উঠে।

এর প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রধান বিচারপতিসহ অনেকে পদত্যাগ করেছেন। এর ধারাবাহিকতায় বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পদত্যাগে চাপ তৈরি হয়।

উল্লেখ্য, চলতি বছরের ২৮শে মে তাকে বছরের জন্য পুনঃনিয়োগ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়