বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

অর্থনীতি গতিশীল করা হবে: অর্থ উপদেষ্টা

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১২:৫২, ১১ আগস্ট ২০২৪

অর্থনীতি গতিশীল করা হবে: অর্থ উপদেষ্টা

ছবি সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ পরিকল্পনা উপদেষ্টা . সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতির গতি থেমে যায়নি বা লাইনচ্যুত হয়নি। তবে মন্থর হয়েছে। সেই মন্থর অর্থনীতিকে সচল করার চেষ্টা করা হবে। আমরা অর্থনীতিকে স্তব্ধ হতে দিতে চাই না।

শনিবার (১১ আগস্ট) দুপুরে সচিবালায় সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অর্থনীতিতে নানান ধরনের সমস্যা রয়েছে। ব্যাংকের সমস্যা রয়েছে, মূল্যস্ফীতি সমস্যা রয়েছে। আরও অনেক অনেক ধরনের জটিলতা আছে। সবক্ষেত্রেই কাজ করতে হবে।

অর্থপাচার প্রসঙ্গে জানতে চাইলে সাবেক এই গভর্নর বলেন, তথ্যপ্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আমাদের এখন প্রধান কাজ আইনশৃঙ্খলা ঠিক করা। এটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। আইনশৃঙ্খলা শুধু রাস্তাঘাটের নয়, ব্যাংকগুলো চালু করাসহ আরও যেগুলো সমস্যা আছে সেগুলো আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করছি ঠিক করার।

 

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়