রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ভাদ্র ২৪ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বাড়ল এলপি গ্যাসের দাম

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৮, ৪ জুলাই ২০২৪

বাড়ল এলপি গ্যাসের দাম

ছবি: ইন্টারনেট

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। এতে ১২ কেজির সিলিন্ডারের দাম টাকা বাড়িয়ে হাজার ৩৬৬ টাকা নির্ধারন করা হয়েছে।

সম্প্রতি নতুন এই দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)

বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন জানান, ১২ কেজির এলপিজির দাম হাজার ৩৬৩ টাকা থেকে বাড়িয়ে হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সৌদি আরামকো ঘোষিত জুলাই (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয় করে দাম নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, নতুন দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি।

প্রসঙ্গত, টানা মাস বাড়ার পর গত এপ্রিল মাসে কমেছিল এলপি গ্যাসের দাম। সেই ধারাবাহিকতায় গত মে জুন মাসেও কমে এলপিজির দাম। এদিকে, ২০২৩ সালে দফা কমেছিল এলপিজি অটোগ্যাসের দাম, আর বেড়েছে দফা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়