রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ভাদ্র ২৪ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

তিন বছরের মধ্যে জুনে সর্বোচ্চ রেমিট্যান্স

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৩, ১ জুলাই ২০২৪

তিন বছরের মধ্যে জুনে সর্বোচ্চ রেমিট্যান্স

ছবি: ইন্টারনেট

সদ্য শেষ হওয়া জুন মাসে দেশে এসেছে ২৫৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। যা গত প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ। তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক।

তিনি জানান, জুন মাসে রেমিট্যান্স এসেছে .৫৪২ বিলিয়ন বা ২৫৪ কোটি ২০ লাখ ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স। এটি তিন বছরের (৩৫ মাস) মধ্যে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স।

এর আগে সবশেষ ২০২০-২১ অর্থবছরের জুলাই মাসে আড়াই বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। ওই মাসটিতে এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের রেমিট্যান্স।

এদিকে, সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে দেশে সব মিলিয়ে প্রবাসী আয়প্রবাহ এসেছে ২৩.৯১৫ বিলিয়ন বা হাজার ৩৯১ কোটি ৫০ লাখ ডলার।

বিশ্লেষকরা মনে করেন, কোরবানি ঈদ থাকায় গত জুনে বেড়েছে প্রবাসী আয়প্রবাহ। সাধারণত: এই সময়ে দেশে থাকা আত্মীয়স্বজনের কাছে বছরের অন্য মাসের তুলনায় বেশি টাকা পাঠিয়ে থাকেন প্রবাসীরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়