রয়্যাল ক্যাফে’র লোগো
জনপ্রিয় কফি ব্র্যান্ড রয়্যাল ক্যাফের ঈদুল আজহা উপলক্ষে এবার নিয়ে এলো সকল গ্রাহকের জন্য ৭% ডিসকাউন্ট। দেশব্যাপী এ অফার প্রয়াস শপে অর্ডারের মাধ্যমেও গ্রহণ করা যাবে।
প্রয়াস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রয়্যাল ক্যাফের বিপণন বিভাগ জানায়, এবারের ঈদুল আজহাকে উৎসবমুখর করতে রয়্যাল ক্যাফে এর ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। উৎসবকে আরও রাঙাতে তাদের এই প্রয়াস। ৭% ডিসকাউন্টের অফারটি চলবে সীমিত সময়ের জন্য।
সারা দেশব্যাপী বিস্তৃত পরিবেশকগণ ও ক্রেতা সাধারন এই অফারটির আওতাভুক্ত।
বিস্তারিত জানতে- রয়্যাল ক্যাফের হ্যাল্প লাইনে যোগাযোগ- ০১৬২৬৬৬০০৬৬, ০১৭৬৪৭৭২২৪৪ এই নাম্বারে।