বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বইমেলার সময় বাড়ল ২ দিন, বেড়েছে কেনাকাটা

মো. সাহিদ আহমেদ

প্রকাশিত: ১২:২৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

বইমেলার সময় বাড়ল ২ দিন, বেড়েছে কেনাকাটা

বেড়েছে কেনাকাটা

প্রধানমন্ত্রীর বিশেষ অনুমোদনের প্রেক্ষিতে একুশে বইমেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে; আগামী বৃহস্পতিবারের বদলে এখন মেলা শেষ হবে শনিবার। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার পর মেলার তথ্যকেন্দ্র থেকে মাইকে মেলা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।

এবার বেচাবিক্রি আশানুরূপ না হওয়ায় প্রকাশকরা মেলা শেষ হওয়ার পরের দুই সাপ্তাহিক বন্ধের দিনেও বাড়াতে অনুরোধ করেছিল।

দুই দিন সময় বাড়ানোর জন্য অনুরোধ জানিয়ে গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি থেকে চিঠি দেওয়া হয়েছিল মেলা কমিটিকে। পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছেও তারা মেলা বাড়ানোর আবেদন জানায়।

এতে আগামী মার্চ যথাক্রমে শুক্র শনিবার সময় বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। প্রধানমন্ত্রীর অনুমতি পাওয়ায় মেলা শুক্র শনিবারও চলবে।

এদিকে, শেষ সময়ে, পাঠক-ক্রেতাদের আনাগোনা বেড়েছে কয়েকগুণ। স্টল থেকে স্টলে ঘুরে কিনছেন পছন্দের বই।

বেশিরভাগ দোকানেই রয়েছে পাঠক-ক্রেতাদের বাড়তি চাপ। বই বিক্রির হিড়িকে খুশি বিক্রেতারাও। অন্যদিকে ফুড কোর্টের দিকে চোখ রাখলেই রয়্যাল ক্যাফে’র দৃষ্টি নন্দন স্টলের দেখা মেলে। স্টলের বিক্রয় প্রতিনিধি জানিয়েছেন, বইপ্রেমীরা মেলার শেষদিকে এসে কফির স্বাদ নিতে স্টলে ভিড় করছেন। মেলার মেয়াদ আরও দুইদিন বাড়ানোয় সন্তোষ প্রকাশ করেন তিনি। আশা করেছেন কফি প্রেমীদের আনাগোনা আরও বাড়বে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়