রয়্যাল ক্যাফে’র বিশেষ ক্যাম্পেইন শুরু
জমে উঠেছে অমর একুশে বইমেলা। ইতিমধ্যেই বই মেলায় আসা বইপ্রেমীদের কাছে দেশীয় জনপ্রিয় কফি ব্র্যান্ড ‘রয়্যাল ক্যাফে’ নিজেদের স্টল সাজিয়ে নজর কেড়েছেন। বাড়তি আকর্ষণ হিসেবে কফি প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানের স্টলে মিলছে কম্বো অফার ও মূল্য ছাড়।
নিজেদের পণ্য সকলের কাছে পৌঁছে দিতে রোববার (১১ ফেব্রুয়ারি) বিশেষ ক্যাম্পেইন চালু করেন। এ সময় উদ্বোধন করেন প্রয়াস গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার।
কেউ আসছে কফির নান্দনিক ডিজাইনের প্যাকেটের আদ্যপ্রান্ত জানতে, কেউ বা আসছেন কফির স্বাদ নিতে। কেউ কেউ আবার জানতে চাইছেন, কফির ভিন্ন ভিন্ন স্বাদ প্রসঙ্গে।
উদ্বোধনকালে প্রদ্যুৎ কুমার তালুকদার বলেছেন, একসময় দেশে কফি উচ্চবিত্তের হাতের নাগালে হলেও রয়্যাল ক্যাফে কফিকে সকল শ্রেনীর ভোক্তাদের সাধ্যের মধ্যে আনার সর্বাত্মক চেষ্টা করছে। দেশীয় বাজারে ভেন্ডিং মেশিন ও ইনস্টান্ট কফিতে আমরাই সেরা। এবারের বইমেলায় ডায়েট কফি’কে সাদরে গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, কফির গুণগত মান ঠিক রাখতে এক জোটে কাজ করার সংগঠন জরুরী। কফি অ্যাসোসিয়েশন সংগঠিত হলে সকল কফি ব্যবসায়ীদের সমন্বয়ে গুণগত মান নিশ্চিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রয়াস গ্রুপের পরিচালক রূপক রঞ্জন তালুকদার, পরিচালক তৃষা দেব, রয়্যাল ক্যাফের বিক্রয় ও বিপণন বিভাগের জেনারেল ম্যানেজার মো. মামুনুল ইসলাম খান, জনসংযোগ কর্মকর্তা মো. সাহিদ আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, রয়্যাল ক্যাফে ভিয়েতনাম থেকে উন্নতমানের কফিসহ কোরিয়ার কফি প্রক্রিয়াকরণ কাঁচামাল আমদানির মাধ্যমে দেশে অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা কফি প্রস্তুত করে থাকে। ভেন্ডিং মেশিন যুগে রয়্যাল ক্যাফে এক অনন্য ভূমিকা রেখে চলেছে।