প্রয়াস গ্রুপের প্রধান কার্যালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
দেশের জনপ্রিয় কফিব্র্যান্ড রয়্যাল ক্যাফে ‘কেউ যাবেনা বাদ,সাধ্যের মধ্যে সবটুকু স্বাদ’ স্লোগানে নতুন পণ্য ‘সুপ্রিম মিনিপ্যাক’ বাজারে নিয়ে এসেছে।
সোমবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে প্রয়াস গ্রুপের প্রধান কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াস গ্রুপের আওতাধীন কফি প্রস্তুতকারক প্রতিষ্ঠান রয়্যাল ক্যাফের পক্ষ থেকে নতুন পণ্য ‘সুপ্রিম মিনিপ্যাক’র মোড়ক উন্মোচন করা হয়।
প্রয়াস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার বলেন, আমরা বরাবরই বাংলাদেশের ভোক্তাদের কাছে সাধ্যের মধ্যে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য পৌঁছে দেয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যে আমাদের রয়্যাল ক্যাফে একের অধিক পণ্য গুণগত মানের জন্য এখন পর্যন্ত দেশসেরা। প্রয়াস গ্রুপ সর্বদাই ভোক্তাদের কাছে এক আস্থার নাম। বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে রয়্যাল ক্যাফের কফি পৌঁছে দিতে একমাত্র আমরাই পণ্যের মান ও স্বাদ ঠিক রেখে ১৫ গ্রামের মিনিপ্যাক দিচ্ছি মাত্র ১০টাকায়।
এ সময় অনুষ্ঠানে প্রয়াস গ্রুপের পরিচালক রূপক রঞ্জন তালুকদার ছাড়াও উপস্থিত ছিলেন প্রয়াস গ্রুপের জিএম, সেলস অ্যান্ড মার্কেটিং মো. মামুনুল ইসলাম খান, এজিএম, আইসিডি সুশান্ত বেপারী, সিনিয়র ম্যানেজার, হেড অব এইচ আর আশিক মাহমুদ চৌধুরী, ম্যানেজার, ক্রিয়েটিভ ডিজাইন রাশেদুল হাসান, জনসংযোগ কর্মকর্তা মো. সাহিদ আহমেদসহ আরও অনেকে।