বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, পৌষ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ৪ সেপ্টেম্বর ২০২৩

জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

ছবি সংগৃহীত

জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তারা জানিয়েছেন, জ্বালানি তেল ব্যবসায়ীদের কমিশনের বিষয়ে অগ্রগতি দেখে চলমান কর্মসূচি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছেন তারা।

রোববার ( সেপ্টেম্বর) সকাল থেকে জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন বাড়ানোসহ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি ডিপো থেকে তেল উত্তোলন পরিবহন বন্ধ রেখে ধর্মঘট পালন করেন খুলনার জ্বালানি তেল ব্যবসায়ীরা।

রাতে চলমান ধর্মঘটের বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কার্যালয়ে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের একাংশের সঙ্গে বিপিসির কর্মকর্তাদের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন নেতারা।

বৈঠক শেষে অ্যাসোসিয়েশনের সভাপতি সাজ্জাদুল করিম কাবুল গণমাধ্যমকে বলেন, আমাদের কমিশনের বিষয়ে অগ্রগতি দেখে চলমান কর্মসূচি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হলো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়