বুধবার ১৯ মার্চ ২০২৫, চৈত্র ৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত ১৫

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:২২, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত ১৫

ছবি সংগৃহীত

ঘন কুয়াশায় মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের কামাড়াখোলা এলাকায় ঢাকামুখী লেনে দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

হাইওয়ে পুলিশ ফায়ার সার্ভিস জানান, সকালে ঘন কুয়াশা থাকায় কামাড়খোলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে পেছন থেকে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত হয়। সময় একই লেন থেকে আসা দুটি বাসের সংঘর্ষ ঘটে। এতে দুমড়ে মুচড়ে যায় বাস কাভার্ডভ্যানের সামনের অংশ। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো কেটে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়