সোমবার ৩১ মার্চ ২০২৫, চৈত্র ১৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

গাজীপুরে মোজাম্মেলের বাড়িতে হামলায় আহত কাশেম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪২, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুরে মোজাম্মেলের বাড়িতে হামলায় আহত কাশেম মারা গেছেন

ছবি: ইন্টারনেট

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত আবুল কাশেম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

এদিকে এই মৃত্যুকে ‘প্রতিবিপ্লবের প্রথম শহীদ’ অ্যাখ্যা দিয়ে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

আবুল কাশেমের মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজস্ব আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই। ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে।’

এর আগে আজ বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেমের মৃত্যু হয়।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় একদল বিক্ষুব্ধ ছাত্র–জনতা। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় অন্তত ১৫ জন আহত হন। পরে ওইদিন দিবাগত রাত দেড়টার দিকে আহতদের মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনের ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়