
ছবি: ইন্টারনেট
দেশব্যাপী অপারেশন ডেভিল্ট হান্ট ঘোষণার পর খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, হাফছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সভাপতি সোহাগ মিয়া, সক্রিয় কর্মী মো. সেলিম, মো. আ. রহিম ও মো. আজিজুল। তারা সবাই হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক এলাকার বাসিন্দা।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামূল হক চৌধুরী জানান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী সারাদেশের অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) আদালতে প্রেরণ করা হবে।