
ছবি সংগৃহীত
গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের পুলিশ কমিশার মো. নাজমুল করিম খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এই ঘটনায় যেসব পুলিশ জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না, সদর থানার ওসিকে সাসপেন্ড করা হবে। যারাই পদক্ষেপ নিতে বিলম্ব করছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। ফ্যাসিবাদ লালন করা কোন পুলিশ প্রশাসনে থাকবে না।
এদিকে এছাড়াও ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শনিবার থেকেই গাজীপুরসহ সারাদেশে এই অভিযান শুরু হবে।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর ও লুটপাট ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২০ নেতাকর্মী আহত হন।