বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, মাঘ ২৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ আখেরি মোনাজাতের মাধ্যমে সম্পন্ন

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৭, ৫ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ আখেরি মোনাজাতের মাধ্যমে সম্পন্ন

ছবি: ইন্টারনেট

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ।

বুধবার ( ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতটি দুপুর ১২টা ২৭ মিনিটে শেষ হয় এবং এটি পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জোবায়ের। মোনাজাতের মাধ্যমে শুরায়ে নেজাম (মাওলানা জোবায়ের অনুসারী) তাবলিগ জামাতের টানা দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটে।

এদিকে, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে মাওলানা সা অনুসারী মুসল্লিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। এটি ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ৫৯তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরেও বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ইজতেমা ২০২৬ সালের জানুয়ারি শুরু হয়ে জানুয়ারি শেষ হবে। দ্বিতীয় পর্বের ইজতেমা থেকে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এবারের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা সোমবার ( ফেব্রুয়ারি) থেকে শুরু হয়। এর আগে ৩১ জানুয়ারি প্রথম ধাপের ইজতেমা শুরু হয়ে ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

বিশ্ব ইজতেমা মুসলিম উম্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় সম্মেলন হিসেবে বিবেচিত হয়, যেখানে বিশ্বব্যাপী লাখো মুসল্লি অংশগ্রহণ করে থাকেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়