বুধবার ২২ জানুয়ারি ২০২৫, মাঘ ৯ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পুলিশ লাইনের ব্যারাক থেকে নারী কন্সটেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৫, ১৯ জানুয়ারি ২০২৫

পুলিশ লাইনের ব্যারাক থেকে নারী কন্সটেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত

পটুয়াখালী পুলিশ লাইনের ব্যারাক থেকে তৃষা বিশ্বাস (২২) নামের এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৭টায় তৃষা বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়।

তৃষা বিশ্বাস মাদারীপুর জেলার ঢাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের কন্যা। তিনি ২০২৩ সালের নভেম্বর মাসে চাকরিতে যোগ করেন।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ প্রশাসন) আহমাদ মাইনুল হাসান এসব বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, পারিবারিক কারণে তৃষা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তৃষার সহকর্মীদের বরাত দিয়ে আহমাদ মাইনুল হাসান আরও জানান, কয়েকদিন আগে ওই নারী কনস্টেবল চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। কিন্তু তিনি হাসপাতালে চিকিৎসা নেননি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়