বুধবার ২২ জানুয়ারি ২০২৫, মাঘ ৯ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আবারও তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪০, ১৯ জানুয়ারি ২০২৫

আবারও তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

ছবি সংগৃহীত

সকালে সূর্য আলো ছড়িয়ে হেসে উঠলেও তীব্র শীত অনুভূত হচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। দুই দিন তাপমাত্রা বাড়ার পর আবারও পঞ্চগড়ে তাপমাত্রা নেমে এসেছে ডিগ্রির ঘরে। দ্বিতীয়বারের মতো জেলাটির ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ।

রবিবার (১৯ জানুয়ারি) ভোর ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড হয়েছে দশমিক ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। এতে তীব্র শীত অনুভূত হচ্ছে। দুই দিন পর আজকে আবার ১০ ডিগ্রির নিচে ডিগ্রির ঘরে তাপমাত্রা অবস্থান করছে।

এর আগে শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, পঞ্চগড়ে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দশমিক ডিগ্রি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়