শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, পৌষ ২৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জাজিরা থানা থেকে ওসির ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো. সাহিদ আহমেদ

প্রকাশিত: ১৬:৪৩, ৯ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৫২, ৯ জানুয়ারি ২০২৫

জাজিরা থানা থেকে ওসির ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাজিরা থানার ওসি আল আমিন (ছবি সংগ্রহীত)

শরীয়তপুরের জাজিরা থানা কমপ্লেক্সের ভেতর থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে জাজিরা থানা নতুন ভবনের ২য় তলায় ইন্সপেকশন বাংলো(পদ্মা) রুমের জানালার গ্রিলের সাথে গামছায় ঝুলে থাকা অবস্থায় দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এটিকে প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়,  জাজিরা থানার অফিসার ইনচার্জ জনাব আল-আমিন এর মরদেহ জানালার গ্রিলের সাথে গামছায় ঝুলে থাকতে দেখা যায়। তার পায়ের সাথে লাগোয়া চেয়ার দেখা যায়। এছাড়া তিনি সর্বশেষ সকাল ১১টা দিকে থানার অন্যান্য কাগজপত্র সাক্ষরের জন্য সহকর্মী ফোন কল পেলে তিনি দেরি হবে জানান। এরপর যথাসময়ে অফিসে প্রবেশ না করায় অন্য সহকর্মী ওসি আল আমিনকে ডাকতে গেলে রুমের দরজা খোলা কিন্তু ভিড়ানো অবস্থায় দেখতে পান। ধাক্কা দিয়ে রুমে প্রবেশ করলে ওসি আল আমিনের মরদেহ গ্রিলে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ওসি আল আমিনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার নজরুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে থানা ভবনের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ঘটনার আসল কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পরে বাকিটা নিশ্চিত হওয়া যাবে।’

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়