ছবি সংগৃহীত
নাটোর বড়াইগ্রামে আগুনে পুড়ে ৯ মাস বয়সী আলিজা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) উপজেলার জোনাইল এলাকার শিমুলতলা নামক স্থানে কায়েস মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে।
আলিজা সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার আলতাফ হোসেনের মেয়ে।
বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন বলেন, শুক্রবার রাত ১টার দিকে শিমুলতলা এলাকার কায়েস মোল্লার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের সবাই ঘুমন্ত অবস্থায় থাকায় প্রাথমিকভাবে কেউ আগুন লাগার বিষয়টি টের পাননি। পরে আগুনের তীব্রতায় জেগে পরিবারের অন্য সদস্যরা ঘর থেকে বের হয়ে আসতে পারলেও ভেতরেই থেকে যায় শিশু আলিজা, পরে তার মৃত্যু হয়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে। অগ্নিকান্ডে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও ২৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।