রোববার ২২ ডিসেম্বর ২০২৪, পৌষ ৮ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

শীতে কাঁপছে মৌলভীবাজারের জনজীবন, তাপমাত্রা ১১.৯ ডিগ্রি

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৫, ১২ ডিসেম্বর ২০২৪

শীতে কাঁপছে মৌলভীবাজারের জনজীবন, তাপমাত্রা ১১.৯ ডিগ্রি

ছবি সংগৃহীত

চা-বাগান, হাওর পাহাড়বেষ্টিত জেলা মৌলভীবাজারে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় তাপমাত্রা নেমেছে ১১. ডিগ্রিতে। জেলাজুড়ে বেশি ঘন কুয়াশা লক্ষ করা যাচ্ছে। তবে চা-বাগান হাওর এলাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

এদিকে ঠান্ডায় কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে কষ্টে পড়েছেন চায়ের জনপদের মানুষ। বেশি দুর্ভোগে পড়েছেন বয়স্ক শিশুরা।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী আনিসুর রহমান জানান, ‘বৃহস্পতিবার ১১., বুধবার ১২., মঙ্গলবার ১৩., সোমবার ১৩. ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এর আগে রবিবার তাপমাত্রা ১৪., শনিবার ১৩., শুক্রবার ১৩., বৃহস্পতিবার ১৩. বুধবার ১৩. ডিগ্রি ছিল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়