ছবি সংগৃহীত
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে পাচারের সময় বিপন্ন প্রজাতির ৬টি মুখপোড়া হনুমান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সাতানী এলাকায় অভিযান চালিয়ে হনুমানগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে খাঁচাবন্দি অবস্থায় হনুমানগুলো রাস্তার ওপর ফেলে রেখে পালিয়ে যায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি টহল দল এলাকাটিতে অবস্থান নেয়। এ সময় চোরাকারবারিরা তৎপরতা টের পেয়ে হনুমানগুলো রেখে দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া প্রতিটি হনুমানের বাজারমূল্য আনুমানিক ৪০ হাজার টাকা। সব মিলিয়ে ৬টি হনুমানের মোট মূল্য দাঁড়ায় ২ লাখ ৪০ হাজার টাকা। প্রাণীগুলোকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য প্রক্রিয়া চলমান রয়েছে।