বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ২০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ধর্ম অবমাননার অভিযোগ, দোকান-বাড়িঘর ভাঙচুর

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: ১৩:৪২, ৪ ডিসেম্বর ২০২৪

ধর্ম অবমাননার অভিযোগ, দোকান-বাড়িঘর ভাঙচুর

ছবি সংগৃহীত

সুনামগঞ্জে ফেসবুকেকোরআন অবমাননারএকটি পোস্ট দেওয়ার অভিযোগ সনাতন ধর্মের কিছু মানুষের দোকান ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। পোস্ট দেওয়ার অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত আটটার দিকে জেলার দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের মংলার গাও গ্রামে ঘটনা ঘটে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক জানান, ওই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে একটি মিছিল বের হয়। এর কিছুক্ষণের মধ্যে পুলিশ পোস্টদাতাকে আটক করে। এসময়  ক্ষুব্ধ লোকজন উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি দোকান ভাঙচুর করে। রাত ১০টার দিকে তারা হানা দেয় ওই তরুণের বাড়িতে। পরে সেনাবাহিনী পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। গ্রামের চার পাশে বসানো হয় নিরাপত্তা চৌকি।

সীমান্তের ওপারে বিক্ষোভ, সিলেটে আমদানি-রপ্তানি বন্ধসীমান্তের ওপারে বিক্ষোভ, সিলেটে আমদানি-রপ্তানি বন্ধ

পুলিশের দাবি, ঘটনায় কেউ হতাহত হয়নি। আটক তরুণের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়