ছবি সংগৃহীত
কিশোরগঞ্জ সদরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের নয়টি লোহার দানবাক্স থেকে ২৯ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দানবাক্সগুলো খোলা হয়। ৩ মাস ১৪ দিন পর খোলা বাক্সে যত টাকা পাওয়া গেছে তার গণনা চলছে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, এবার আমরা ৩ মাস ১৪ দিন পর দানবাক্স খুলেছি। এবার রেকর্ড ২৯ বস্তা টাকা পাওয়া যায়। ব্যাংক কর্মকর্তা ও মাদরাসার ছাত্ররা টাকা গণনার কাজ করছেন।
আলোআভা নিউজ২৪ - আজকের খবর ব্রেকিং নিউজ