বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ২১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বঙ্গবন্ধু রেল সেতুতে পরীক্ষামূলক চলল ট্রেন

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬, ২৬ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধু রেল সেতুতে পরীক্ষামূলক চলল ট্রেন

ছবি সংগৃহীত

যমুনা নদীর বুকে নবনির্মিত দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। পরীক্ষামূলক চালু হলেও ট্রেনের পূর্ণগতি পেতে আরও সময় লাগবে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে একটি ট্রেন টাঙ্গাইলের ভূঞাপুর অংশের পূর্বপাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায়।

ছাড়া সিরাজগঞ্জ থেকে আরেকটি ট্রেন টাঙ্গাইলের দিকে ছেড়ে আসে। দুটি ট্রেন সেতুর ওপর দিয়ে একে-অপরকে ক্রস করে। প্রথমবার ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে চলে ট্রেনটি।

আর, দেশের দীর্ঘতম রেলসেতুর ওপর দিয়ে দ্বিতীয় পরীক্ষায় ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে চালানো হবে ট্রেন। পুরোপুরি চালু হলে বঙ্গবন্ধু রেল সেতুতে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে ট্রেন চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান বলেন, ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর ডুয়েল গ্রেজ ডাবল ট্র্যাকের রেল সেতুতে পুরোদমে ট্রেন চলাচল শুরু হবে।

সেতু দিয়ে আনুষ্ঠানিকভাবে আগামী জানুয়ারিতে ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে এটি চালু হলেও ট্রেনের পূর্ণ গতি পেতে সময় লাগবে আরও দুই মাস।

২০২০ সালের আগস্ট মাসে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। চলতি বছরে সেতুটির নির্মাণকাজ শেষ হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়