বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদে‌শি আটক

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:২৭, ২০ নভেম্বর ২০২৪

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদে‌শি আটক

ছবি সংগৃহীত

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিজিবির ফেনী ব্যাটালিয়ন ( বিজিবি) থেকে গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

আটকরা হলেননোয়াখালী জেলার সেনবাগের শ্রীপদী এলাকার মৃত উজির আলীর ছেলে মো. আবদুল হালিম (৩৩) একই এলাকার মো. ইকরাম হোসেনের ছেলে মো. আরমান হোসেন (১৯)

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক দুইজন প্রায় ১৮ মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে রাজমিস্ত্রী গ্ৰীলের কাজ করছিল। মঙ্গলবার দিবাগত রাতে পরশুরাম উপজেলার দক্ষিণ মালিপাথর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার সময় তাদের আটক করা হয়েছে।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন ( বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক দুইজনকে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়