ছবি সংগৃহীত
মানিকগঞ্জে আরিচা অ্যাপ্রোচ চ্যানেলে নাব্যতা সংকটের কারণে আরিচা–কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।
শনিবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এ নিয়ে
চলতি নভেম্বর মাসে তৃতীয়বারের মতো ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হলো।
রবিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিআইডব্লিউটিসি আরিচা ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আরিচা এপ্রোচ চ্যানেলে পলি জমে নদীর গভীরতা কমে যাওয়ায় ফেরি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। দুর্ঘটনা এড়াতেই বিআইডব্লিউটিসি এই সিদ্ধান্ত নিয়েছে।
ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা–কাজিরহাট নৌপথে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। নৌপথের নাব্য সংকটের কারণে ওই রুটে নিয়মিত যাত্রী এবং পণ্য পরিবহনে মারাত্মক প্রভাব পড়ছে।
প্রসঙ্গত, যমুনা নদীর পানি কমে যাওয়ায় নাব্যতা সংকটের কারণে চলতি মাসের ১ নভেম্বর রাত ১০টা থেকে সাড়ে ৩৭ ঘণ্টা এবং ৮ নভেম্বর রাত ১১টা থেকে ৬১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।