বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই সাইফুল্লাহ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১২:৪৪, ১৭ নভেম্বর ২০২৪

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই সাইফুল্লাহ

ছবি সংগৃহীত

মাহফিল থেকে ফেরার পথে ঢাকাটাঙ্গাইল মহাসড়কে পরিবারের সদস্যসহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ।

শনিবার (১৬ নভেম্বর) রাতে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

রবিবার (১৭ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ফেসবুক পেজে দুর্ঘটনায় আহত সাইফুল্লাহ ছবি ছাড়াও দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটির বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে।

ফেসবুকে পেজের পোস্টে বলা হয়েছে, ‘টাঙ্গাইলের যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে তাদের বহনকারী গাড়িটিতে আঘাত করে। এতে গাড়িটির সামনে পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়া হয় জনপ্রিয় ইসলামি বক্তা সাইফুল্লাহকে। আব্দুল হাই সাইফুল্লাহ বুকে, চোখে এবং পিঠে আঘাত পেয়েছেন। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত আছেন।

আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ বর্তমানে মসজিদুল জুম কমপ্লেক্স,পল্লবী খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে বেসরকারি টেলিকম সেবা দানের প্রতিষ্ঠান ইবিএসএর রিলিজিয়াস ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।

প্রসঙ্গত, আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আলহাদিস বিভাগ থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। ফ্যাকাল্টি ফার্স্ট হওয়ার সুবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রপতি গোল্ড মেডেল প্রাপ্ত হন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়