বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, কার্তিক ৩০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ২০ কি.মি. যানজট

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৭, ১০ নভেম্বর ২০২৪

আপডেট: ১৪:০৩, ১০ নভেম্বর ২০২৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ২০ কি.মি. যানজট

ছবিঃসংগৃহীত

বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে গতকাল শনিবার (৯ নভেম্বর) থেকে মহাসড়ক অবরোধ করে রেখেছেন পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে। যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন পরিবহন শ্রমিক, যাত্রীসহ সাধারণ মানুষ।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান জানান, শনিবার সকালে শুরু হওয়া শ্রমিকদের আন্দোলন রাতভরও চলছিল। রবিবার সকাল থেকে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছেন। যানজটে আটকা পড়ে মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলো বিকল্প পথে চলাচল করছে।

জানা যায়, বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় টিঅ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়