সোমবার ২৮ অক্টোবর ২০২৪, কার্তিক ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

লক্ষ্মীপুরে বন্যার্তদের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণে বিশেষ অবদানে সম্মাননা স্মারক প্রদান

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০০, ২৮ অক্টোবর ২০২৪

আপডেট: ১৩:১২, ২৮ অক্টোবর ২০২৪

লক্ষ্মীপুরে বন্যার্তদের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণে বিশেষ অবদানে সম্মাননা স্মারক প্রদান

সম্মাননা গ্রহণ করছেন স্বেচ্ছাসেবীগন

লক্ষ্মীপুরে রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকালে থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার রাধাপুর উচ্চবিদ্যালয়ে এই ক্যাম্পের কার্যক্রম চলে।

এতে ঢাকা থেকে আগত ২৫ জন চিকিৎসক নিউরো মেডিসিন, শিশু, নাক-কান গলা, চক্ষু, গাইনী, মেডিসিন, চর্ম, ডেন্টাল সহ বিভিন্ন রোগের নির্ণয় সহ চিকিৎসা প্রদান করেন। আয়োজিত চিকিৎসা ক্যাম্পে নারী, শিশু, পুরুষসহ প্রায় দুই হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি এসব রোগীদের সেনাবাহিনীর সহায়তায় বিনামূল্যে ওষুধও সরবরাহ করাও হয়।

এছাড়াও ২০২৪ এর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও সার্বিক সহযোগিতায় বিশেষ  অবদান রাখায় ঐতিহ্যবাহী  সূর্যতরুণ ক্লাব কে সম্মাননা প্রদান করা হয়, সূর্যতরুণ ক্লাবের পক্ষে ক্রেস্ট গ্রহন করেন ক্লাবের সদস্য মাহমুদুল হাসান, শাহাদাৎ হোসেন পিয়াস,জিহাদ আলী রাতুল।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, জেলা সিভিল সার্জন ডা. আহমেদ কবির, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মন্নাফ, রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আনোয়ারুল হক বাবুল, সিনিয়রসহ সভাপতি মোস্তাফিজুর রহমান।

আয়োজকরা জানান, গ্রামের বেশিরভাগ গরীব ও স্বল্প আয়ের মানুষেরা আর্থিক সমস্যার কারণে ডাক্তার দেখাতে পারেন না। তাই এসব অসহায় ও গরীব মানুষকে স্বাস্থ্য সেবা দিতে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজ সারা দিনে প্রায় দুই হাজার মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়