বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দুর্গাপূজায় নাশকতার আশঙ্কা নেই: ধর্ম উপদেষ্টা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৮:০৭, ৯ সেপ্টেম্বর ২০২৪

দুর্গাপূজায় নাশকতার আশঙ্কা নেই: ধর্ম উপদেষ্টা

ছবি সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা ঘিরে কোন নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন। তিনি বলেন, কেউ ধর্মীয় উপাসনালয় পূজা মণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে।

রোববার (৮ই সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রী শ্রী গৌরাঙ্গ বাড়ির মন্দির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ মন্দিরগুলো পালাক্রমে পাহারা দেবে। কোন অপরাধী এই ধর্মীয় উৎসবে বাধা দিতে পারবে না। কাউকে জোর করে পদত্যাগে বাধ্য করা এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা গর্হিত কাজ বলেও জানান তিনি। 

ধর্ম বিষয়ক বলেন, পট পরিবর্তনের পর কিছু সনাতন ধর্মাবলম্বীদের বাড়ীতে হামলা হয়েছে, মুসলমানদের বাড়ীতেও হয়েছে। এটাকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই। সরকার সবার নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়