বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আশুলিয়ায় ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০০, ৮ সেপ্টেম্বর ২০২৪

আশুলিয়ায় ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি

ছবি সংগৃহীত

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো খোলার কথা ছিল আজ। কিন্তু তা সত্ত্বেও ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ সাধারণ ছুটি দেন কারখানা কৃর্তপক্ষ।

শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেওয়াই সকাল ৮টা থেকেই শুরু হয় কারখানার উৎপাদন কাজ। কিন্তু সকাল ১০টার দিকে ন্যাপটাল, কন্ট্রিনেন্টাল, ইয়াগী, নিউএজিইসহ বেশ কিছু পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করে। পরে কারখানাগুলোতে আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ গামের্ন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রর আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, কারখানায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। মালিক পক্ষ শ্রমিকদের দাবিগুলো নিয়ে তাদের সঙ্গে বৈঠক করলে সমস্যা সমাধান হয়ে যাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়