বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:০২, ১ সেপ্টেম্বর ২০২৪

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু

ছবি সংগৃহীত

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জন নিহত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাস স্ট্যান্ডে সড়ক দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।

রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিতভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর জেলার ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকি।

তিনি জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়