ছবি সংগৃহীত
দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় প্লাবিত কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাসহ বন্যাকবলিত লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়ন কমলগঞ্জ এলাকার তোয়াবগঞ্জ বাজার এলাকায় প্রয়াস গ্রুপের অলাভজনক প্রতিষ্ঠান হাওর প্রয়াস ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজারের অধিক পরিবারে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে।
বৃহস্পতিবার সকালে বুড়িচং উপজেলার পূর্ণমতি এবং লড়িবাগ গ্রামের পানিবন্দি মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। এছাড়াও ধাপে ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের একাধিক এলাকার মানুষ বন্যার কারণে বসতবাড়ি ডুবে যাওয়ায় যাতায়াত ব্যবস্থা না থাকায় খাদ্য সংকটের সৃষ্টি হয়। এ খবর পাওয়ায় প্রয়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার দ্রুতও খাদ্য সহায়তা টীম গঠন করে এলাকাগুলোতে খাবার বিতরণের উদ্যোগ নেয়।
এ বিষয়ে জানতে চাইলে প্রদ্যুৎ তালুকদার বলেন, আমরা দেশ গঠনে যেকোন পরিস্থিতে দেশের তরুণ সমাজকে সঙ্গে নিয়ে মেধার সর্বোচ্চ কাজে লাগাতে প্রতিজ্ঞাবদ্ধ। প্রয়াস গ্রুপের হয়ে সব সময় মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই। 'হাওর প্রয়াস ফাউন্ডেশন' সর্বদা মানুষের পাশে ছিল ভবিষ্যৎতেও থাকবে।’
প্রয়াস গ্রুপ পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে আজ এমন উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বলে যোগ করেন তিনি।
উল্লেখ্য- বন্যার পানিতে আটকে পড়া মানুষদের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। এ ছাড়াও
চিড়া, মুড়ি, বিস্কুট, গুড়, স্যালাইন, জরুরী মেডিসিন, শিশু খাদ্য, মোমবাতি, গ্যাস লাইটার, স্যানিটারি প্যাড সহ বিভিন্ন জরুরি খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।