রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ভাদ্র ২৪ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কুমিল্লায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৭

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:২৫, ১১ জুলাই ২০২৪

কুমিল্লায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৭

ছবি: ইন্টারনেট

কোটা সংস্কারের দাবিতে সমাবেশ করার সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়াপাল্টা ধাওয়া হয়েছে। সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে দুপক্ষের অন্তত জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সোয়া ৩টায় বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি তৈরি হয়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অন্তত ১০ রাউন্ড ফাঁকা গুলি টিয়ারশেল নিক্ষেপ করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, 'আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।'

শিক্ষার্থীরা জানিয়েছে, বিকেলে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে তাঁরা ঢাকাচট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ির দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। বাধা উপেক্ষা করে মহাসড়কের দিকে যেতে চাইলে উভয় পক্ষের মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়া শুরু হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়