রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ভাদ্র ২৪ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রূপগঞ্জে বেনজীরের ডুপ্লেক্স বাড়ি জব্দ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:২৭, ৬ জুলাই ২০২৪

রূপগঞ্জে বেনজীরের ডুপ্লেক্স বাড়ি জব্দ

ছবি: ইন্টারনেট

লেকের পাশে ২৪ কাঠা জায়গাজুড়ে লাল রঙের আলিশান ডুপ্লেক্স বাড়ি। ছবি: ইনডিপেনডেন্ট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বাড়ি জব্দ করেছে জেলা প্রশাসন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত টিম। শনিবার ক্রোক অভিযানের পর ওই বাড়ি জব্দ করা হয়।

জানা গেছে, রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ এলাকায় আনন্দ হাউজিং সোসাইটিতে একটি কৃত্রিম লেক রয়েছে। লেকের পাশে ২৪ কাঠা জায়গাজুড়ে লাল রঙের আলিশান ডুপ্লেক্স বাড়ি। এর মালিক সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

সম্প্রতি সংবাদমাধ্যমে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বিপুল সম্পদের কথা উঠে এলে দেশজুড়ে আলোড়ন তৈরি হয়। প্রতিবেদনে দাবি করা হয়, বেনজীর তাঁর পরিবারের সদস্যদের নামে রাজধানীর অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট, পাঁচ তারকা হোটেলের শেয়ার, গাজীপুর, কক্সবাজার, গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে শত শত বিঘা জমির মালিকানা রয়েছে।

খবর প্রকাশ হওয়ার পর সাবেক পুলিশ প্রধান বেনজীরের বিপুল অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধান করতে দুদকের কাছে আবেদন করেন সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন। এর পরপরই বেনজীর আহমেদের বিপুল অবৈধ সম্পত্তির অভিযোগের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী সালাউদ্দিন রিগ্যান।

এরই মধ্যে আদালতের আদেশে দেশে বেনজীর পরিবারের সদস্যদের নামে থাকা সব সম্পদ ক্রোক করেছে সরকার। অবশ্য এরই মধ্যে স্ত্রীসন্তানদের নিয়ে দেশ ছেড়েছেন সাবেক এই পুলিশ প্রধান। তবে যাওয়ার আগে ব্যাংক থেকে প্রায় শত কোটি টাকা তুলে নেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়